(১)
'রাতের' চেয়ে 'রাত্রি' আমার অনেক বেশি আপন
'সকালটা' নয় 'ভোরের' তরে সুরের রাত্রি যাপন
দুপুরবেলা 'রোদের' ছায়া মনের ছায়ার মতন
ভরদুপুরের 'রৌদ্র' যেন নিজের রৌদ্র-জীবন ।


'যুবক' যেন আমার কাছে 'তরুণ' থেকে অবুঝ
'অরণ্য' তো 'বনের' চেয়ে একটু বেশিই সবুজ
তরুণ মনের 'স্বপ্ন' যেমন 'কল্পনাতে' অনুজ
'স্বাপ্নিকের' স্বপ্ন তেমন 'স্বপ্নবাজে' নিখোঁজ !


'গোপনে' নয় 'নির্জনে'তে 'মৃত্যু' ভালোবাসি
'সৃষ্টি' ছাড়া 'গড়া' যেন 'মরা'র মতই বাসি
'আনন্দে' নয় 'শিহরণের' মৃত্যু নেশায় হাসি
'আলোর' চেয়ে 'দীপ্তি' হতে আলোক ছড়ায় বেশি ।


'সখির' চেয়ে 'প্রিয়া' আমার অনেক বেশি প্রিয়
'আবেগে' নয় স্বপ্ন তুমি 'অনুভবে' নিও
'ভালবাসা' চাই না আমি 'ভালোবাসা' দিও
'অপেক্ষা' নয় 'প্রতীক্ষাতে' ভালোবেসে যেও ।


লক্ষ রঙিন শব্দ বুকে রৌদ্র-মেঘে হাসি
স্বপ্নগুলো শব্দে গেঁথে বলছি ভালোবাসি ।


(২)
এখন আমার একলা একা 'রাত'
             স্বপ্ন পুড়ে চৈত্রাগুনের 'রোদে';
'রাত্রী' জুড়ে তখন ছিল চাঁদ
             'রৌদ্র'সম জীবন ছিল- বোধে ।
অতীত জুড়ে ভুল 'আবেগে' ক্ষত
             'অপেক্ষারা' 'কল্প'প্রেমে কাঁদে;
চিত্ত ছিল 'অনুভবেই' রত
            'প্রতীক্ষাতে' 'স্বপ্ন' ছুঁয়ার পথে ।
অসময়ে 'যুবক' হবার রাগ
            ধূসর পাতা দুখের 'বনে' মরে;
'তরুণ' প্রাণে রঙিন ফুলের ঝাঁক
           'অরণ্যেতে' ছিল সবুজ ঝড়ে ।
নিত্য 'সখির' 'গোপন' রাঙা চোখ
            নীরব ঘৃণা 'স্পর্শ' মাঝে জাগে;
সেদিন ছিল  'শিহরণের' ঝোঁক
           'নিভৃতে' সেই 'প্রিয়ার' অনুরাগে  ।
'ভালবাসা' মৃত্যু-রাতের ঘুম
          এই জীবনে মিথ্যে 'আলোর' সাথে;
আগুন ঠোঁটে 'দীপ্তি' জ্বেলে চুম
          দিবে আবার 'ভালোবাসার' রাতে ?