(১)
কিছু ভুল যদি করি আজ খুব ক্ষতি হবে ?
জানি তুমি ভুল দেখে দূরে চলে যাবে ।


ভুলগুলো ভালবাসা খাবে গোগ্রাসে
প্রেম যেন আজ-কাল ভুলে মরে-বাঁচে ।


জানি মধুময় প্রেম বাঁচে মধু খুঁজে খুঁজে
নাকি  প্রেমটাই ভুলে ভরা শুধু ভুল বুঝে ?  


তুমি যদি ভুল কর ভুল কোন কাজে
আমার এই প্রেমটাও ভুল হয়ে যাবে ?


প্রেম তবে এক কাপ দুধ যেন এক ফোঁটা বিষে
নাকি খাঁটি মধু খাঁটি তেল জলে কভু মিশে ?


কেউ প্রেমে মধু মাখে কেউ মরে বিষে
তবে 'তুমি-আমি-ভালবাসা' টিকে আছে কিসে?


ভুল যদি জয়ী হয় প্রেম ছিল তবে ?
যদি তুমি চলে যাও ভুল হয়ে যাবে ।


কিছু ভুল যদি করি আজ খুব ক্ষতি হবে ?


(২)
আমি বলছি না তুমি ভুল ছিলে
তুমি ভুল হলে ভালোবাসা ভুল হবে
আমি ভুল-  সেকথাও বলছি না তবে
ভুল ভাবে 'ভুল' বলে-
মানবিক সত্ত্বা-যে ভুল হয়ে যাবে,
ভুলগুলো অতঃপর ভালোবাসা খাবে ।


আমি বলছি না চলে যেতে হবে
চলে গেলে কখনো কি ভালোবাসা পাবে ?
অনেকেই ভুলহীন ভালোবাসা দিবে
চলে গেলে ভালোবাসা- তুমিই হারাবে ।