(১)
অবশেষে ছেড়ে গেল জাহাজির তরী
কাঁটাগাছ কেটে কেটে কিছু বীজ তুলে
খুঁটে পাওয়া ফুলে হবে কল্পিত বাড়ি !
ধ্রুবতারা ক্ষয়ে গেছে ঘূর্ণন কালে
অচেনার ঝড় উঠে বিকশিত পালে,
জলযান ঠিকই যায় ঢেউগুলো ছাড়ি;
সুখে লোক বাগানের ফুল ছিঁড়ে বলে-
ফুল পচে ফল হয় মাটি চাপা দিলে ।
সবুজের বুকে ঢোকে স্বার্থের ছুরি;
সাগরের দ্বীপে একা জাহাজির বাড়ি ।


(২)
প্রেমে শুধু জয়ী হয় বিরহের স্মৃতি
ভুলগুলো ভুলে গিয়ে সুরে সুরে ভেসে
বিষাদের বোধে গড়ো সংসারে প্রীতি ।
প্রত্যাশা মরে গেলে অভ্যাসে-দোষে
সুখে নয়- মানুষেরা শান্তিতে ফাঁসে !
ভালবাসা জানে শুধু জীবনের গতি;
হিসেবের প্রেম হলে ভরে গিয়ে বিষে-
নিজে থেকে ধর্ষিতা বুকে প্রেম পোষে ?
ছক মাঝে ঝোঁকে খোঁজা চির-ভুলসাথী;
ভালবেসে হারালেও নেই কোন ক্ষতি ।