শাশ্বত এক ফুলের খুঁজে
ফাগুন মাসের প্রথম ভোরে আগুন বুকে হারিয়েছিলে;
কথা ছিল ঠিক দুপুরেই ফিরবে তুমি
দুপুর গিয়ে বিকেল হল এখন তবে মুখ ফেরালে !
অবাঞ্ছিত শুদ্ধ প্রেমিক- প্রেমের ক্রুশে বিদ্ধ হবে;
বাস্তবতার বসন্তকাল চৈত্রাগুনে অর্ধমৃত,
জংলীফুলের মৌলিকতা প্রিয়ার খোঁপায় অপাংতেয়-
অচিন ফুলের রঙ কুড়িয়ে এই অবেলায় ফিরলে কেন ?
ফেলে যাওয়া সম্ভাবনা অসম্ভবের সীলগালাতে-
পুঁজিবাদের বিরূপ পুলিশ দুপুর বেলাই ক্রোক করেছে;
ভস্মীভূত ছাইয়ের মত বুকে নিয়ে আগুন স্মৃতি
এখন তবে স্বপ্নগুলো শুন্য মেঘেই ভাসিয়ে দিবে ?
ফাগুন শোকে চৈত্রাগুনেই এবার তুমি দাহ্য হবে ।
খরিদ্দার আর দালালগুলোই এত সাধের প্রেম কুড়াবে ।
(আংশিক)