তোমার চলে যাওয়া নিশ্চিতই ছিল
তবে বিলম্বিত হল বলে দুঃখ করো না,
শুন্যতাকে স্বপ্ন ভেবে আঁকড়ে থাকা-
সেতো চাট্টিখানি কথা নয় এই বৈরী দিনে !
আর বিরহের দীর্ঘ মৈথুনে প্রেম জয়ী হয়-
সে কথা জেনে সঙ্গোপনে সান্ত্বনা নিতে পারো;
যদিও তা আত্মপ্রবঞ্চনা বৈ আর কিছু নয়, তবুও ।


অবহেলার অলিখিত দীর্ঘ ইতিহাস-
ব্যাপৃত থাকে প্রেম প্রেম খেলার অগোচরে,
তুমি বহুকাল ধরে সেই অবহেলাকেই অবহেলা করেছ বলে
প্রেমের বাজারে প্রাপ্য মূল্য নিশ্চয় পাবে
আর জয়ী হবে আগাম জীবনে ।
তবে আমাদের প্রণয় খেলায়-
তুমি-আমি কেউ জিতি নি- জিতে গেছে প্রেম ।
আর শাশ্বত প্রেমী কখনো প্রতিযোগিতায় নামে না জেনে-
সমস্ত কষ্ট-হাহাকার আমি একাই নিয়েছিলাম নিয়তির অহংকারে
প্রেমের ব্যতিক্রমী নিয়মে আমিই জয়ী হয়েছিলাম চূড়ান্ত নিপীড়নে ।


আজ আমি জয়ের পদক ফিরিয়ে দেয়ার তরে-
প্রেমিকের দাবি ছেড়ে দিয়ে অনাহূতের মত এসেছি এবার
চলো প্রেমের পাতানো খেলায় আজ তবে জয়ী হও তুমি;
শাশ্বত প্রেমের স্বীকৃতি বুকে- অন্তত কিছুটা হলেও বুঝো-
'ভালোবাসা' কারে বলে ।