১।
কান্নার কাছে যুক্তি হারে
যেন তোমার কাছে আমি !
অন্ধ প্রেমে যুক্তির চেয়ে
চোখের জলই দামি ।


২।
ব্যর্থ জীবন- গল্প খাতায়
ট্রাজেডির ছড়াছড়ি,
মৃত স্বপ্ন- পাতায় পাতায়
অস্থানে কমা-দাড়ি ।


৩।
ভাগ্যটাকে ভোগ্য করো
তক্ִদিরে নয় তদ্ִবীরে;
কসাই যেমন মহিষ কেটে
গরু বানায় আন্ধারে ।


৪।
কপোত-কপোতীর কা-কা রবে
ভবের নগর সরগরম,
আমার সবুজ মেঠো পথে
আসো যদি- 'স্বাগতম'  ।


৫।
এ-দেশের রাজপথে জ্বলে
            সবুজ-হলুদ-লাল;
ব্রেকহীন আমি দেখেও দেখি না
             রাস্তার হাল-চাল ।


৬।
আমি দেশ হলে তুমি তার রাজনীতি
তুমি সেই ঘাতক-
         আমি নিপীড়িত প্রকৃতি ।


৭।
সুদূর পথের ভুলের গল্প
ভুলের প্রতিই পক্ষপাত;
ভুলগুলো যে বড্ড আপন
পথই না হয় উল্টে যাক !


৮।
তোমার একটুখানি ভালোত্ব দেখে
অপরিসীম ভালো হতে ইচ্ছে করে- নির্দ্বিধায়;
আর অবহেলায় বদলে যেতে থাকি
                        অনিচ্ছাতেও অবলীলায় ।


৯।
একটা সময় এইটুকু তো সবার পেতেই মন চায়
তাই বলে ভাবছ কেন করছি আজও হায় হায় ?
দুর্বিষহ জীবনটাতে বিষও যে আজ সয়েই যায়
যা ইচ্ছে ভাবো তুমি- আমার তাতে বয়েই যায় ।


১০।
আমি বলি কাকে আমি ভালবাসি
তুমি ভাবো কে তোমাকে বাসে খুব বেশি;
আমি জানি কে আমার নিঃশ্বাসে
তুমি বল হবে তারি যে থাকবে তোমার পাশে;
তুমি তোমার নিজেকে বুঝনি-ঘাঁটছ উঠোন থেকে বিশ্ব
আমি আমার নিজেকে চিনেছি, সত্য জেনেছি-
                             আজ যতই হই না নিঃস্ব ।


১১।
তুমি আমার চোখের ভাষা মুখের কথা
                                  আর রৌদ্র মাখা গা;
জানি তোমার মত এমন মেয়ে কোথাও পাব না ।
তুমি আমার নিঃস্ব হাতে একশ স্বপন
                           আর এগিয়ে যাওয়ার পা;
তোমায় ছেড়ে কোনদিনও কোথাও যাব না ।


১২।
বৃষ্টি হবে!! বৃষ্টি হবে!! উচ্ছ্বসিত দৃষ্টি তোমার
মেঘলা আকাশ,মেঘ ভেসে যাক,তাতেও দেখি বৃষ্টি ঝরে
বৃষ্টি নেই বলছ তুমি, দৃষ্টি যেন কান্না আমার
তোমার চোখের সকল ভাষাই নতুন বোধের সৃষ্টি করে ।


১২।
কাছে আসা > ভালবাসা > স্রোতে ভাসা >
প্রত্যাশা > হতাশা > কোণঠাসা
অতঃপর বাস্তব আর সত্য জীবনবোধ;
যেন কথিত বর্ষার পিত্যেশে যাপিত-
                     চৈত্রের কাঠ-ফাটা রোদ ।


১৩।
~ ভালবেসে আমি তোমার স্বপ্নের পথে হেঁটে যাব
~তুমি ভুল বলছ
~ভালবেসে আমি তোমায় নিয়ে অচিনপুরে ঘর বানাবো
~তুমি ভুল বলছ
~ভালবেসে তাই করবো- যা ইচ্ছে ভাবুক অন্যরা
~ভুল বলছ; ভালবাসায় 'তুমি-আমি' নেই-
                                        বল শুধু 'আমরা' !


১৪।
জীবনের বৃত্তে  থেকো সদা কেন্দ্রে
ভালবেসে কেন্দ্রটা দিও নাকো কাউকে,
পরিধির চক্করে জীবন্ִটা চাও কে ?


১৫।
সফল কবিতা মানেই হলো কবিদের ব্যর্থতা
তুমি কবিতা বুঝনা বলেই তোমার জন্য কবিতা !


১৬।
সবকিছুকে ব্যর্থ করে ছুটছি তোমার পিছু
স্বার্থ দিয়ে ধরতে গেলে স্বপ্ন থাকে কিছু ?
তোমায় ভুলে চাইছি শুধুই স্বপ্ন-উন্মাদনা
স্বপ্ন তুমি ছুয়ে দিলেই স্বপ্ন থাকে না ।


১৭।
প্রেমের বাগানে ফুল ফোটালেই
               প্রেমিক হওয়া নয়,
প্রেমের আগুনে পুড়লে পরেই
             মন যে প্রেমিক হয় !"


১৮।
কবি মনের শ্রেষ্ঠ ব্যথা-
            কথা কেন হয়না কবিতা ।


১৯।
তুমি বলেছিলে আবার আসবে
       আমি যে এখনো দাঁড়িয়ে ঠায়;
প্রচলিত প্রেমে তুমিও ভাসলে
         আজও তবু আছি প্রতীক্ষায় ।


২০।
কবিতার প্রেমে পড়েছ তুমি
             কবিকে বুঝনি তবু,
স্রষ্টাকে রেখে সৃষ্টি নেশায়
            মুক্তি পাবেনা কভু ।


২১।
দূরত্ব যে অন্য নামে
           গভীরতার নাম,
সুদূর গেলেই বুঝবে তুমি
          ভালবাসার দাম ।


২২।
শিল্প বোঝাই সোনার তরী
             রবিঠাকুরের জীবন কাড়ে;
আমার তরী স্বপ্নসম-
           শিল্প-জীবন দুই'ই ধরে ।