নিজের গানে অন্যরকম আবেগ কাজ করে । প্রথমটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ । তার 'যাবি যদি উড়ে' গানটি হয়ত অনেকে শুনে থাকবেন । 'আজও' শিরোনামের আমার লিখা এই গানটি 'ব্রাদারহুড প্রজেক্ট' এ্যালবাম-এ আছে । দ্বিতীয়টি গেয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের  তৌফিক প্রিয় (মিল্টন) । আশা করি দুটো গানই শুনতে ভাল লাগবে ।  


(১)
আজও আমার সত্ত্বা জুড়ে সঙ্গোপনে স্বপ্ন গাঁথা
আজও তোমার নরম হাতের স্পর্শ  মাঝে ব্যাকুলতা
আজও আমি তোমার সূতোয়
                      ঘুড়ির মত উড়ছি একা
আজও তুমি ভালবাসো আমায়
                      হল না শুধুই ধরে রাখা ।
দুঃস্বপ্নে ঘেরা প্রতিটি রাত
শুধুই ভাবায় এ-যে সত্য নয়
ফিরে ফিরে যাওয়া তোমার স্মৃতিতে
                            এ কেমন প্রণয় ।


(২)
আঁধার নেমে আসুক তোমার মনে কষ্ট ছুঁয়ে যাবে
আকাশ মেঘে ঢাকুক তারার পানে বৃথাই চেয়ে রবে
আমি অনেক স্বপ্ন নিয়ে.... নিজেকে বদলে দিয়ে
....... তোমার হতে পারি নি
আমি হাজার কষ্ট ছুঁয়ে.... আঁধারে ক্ষয়ে ক্ষয়ে
....... নিজের কাছে তবু হারি নি ।
আজ বড় অভিমান তোমায় ঘিরে
আজ বড় পিছুটান স্মৃতির ভিড়ে
তবু জীবন ব্যর্থ নয় শেষ বেলাতে
তবু বড় ইচ্ছে হয় স্বপ্ন শেখাতে ।