শ্রেষ্ঠ প্রাণের পৃষ্ঠা যারা আঁকছে দেশের তরে
নিষ্ঠা দিয়ে চেষ্টা যারা করছে সন্ধ্যা-ভোরে
কষ্ট লাগে দেশটা তবু নষ্ট পিঠেই চড়ে
স্পষ্ট জানি দোষটা কার ত্রাসটা কারা করে ।


মন্দলোকে মঞ্চ করে বঞ্চিতদের বুকে
স্বার্থ-সুখের সন্ধানীরা বাড়ছে ঝাঁকে ঝাঁকে
অন্ধচোখে বন্দনা-গীত গাইছে সকল লোকে
যুদ্ধ জয়ের শুদ্ধ চাওয়া মরছে মৃত্যুশোকে ।


ভণ্ডদলে ভাঙছে বিবেক ভরছে গণ্ডগোলে
দণ্ড পেলে দণ্ডিত নয়- শুদ্ধ হলেই ঝুলে
স্বপ্নমাখা গল্প এখন কল্পনাতেই চলে
শিল্পবোধে সত্য লুকোয় দেশদ্রোহীর জালে ।


শর্তহীন স্বার্থ এখন মৃত্যু চোখে জ্বলে
ব্যর্থ হওয়ার দ্ব্যর্থ মিছিল নিত্যদিনই চলে
মর্ত্যলোকে গর্ত খোঁড়া স্বর্গ লাভের ছলে
দেশবিরোধী জঙ্গি সবই সঙ্গী স্বার্থচালে ।


নষ্ট সুরে মিষ্ট কথা ভ্রান্ত গানে বাজে
শ্রেষ্ঠ কবির সৃষ্টি সবই সস্তা শিল্প-সাজে
বৃষ্টি ছিল তুষ্টি ছিল- দৃষ্টি স্বপ্ন মাঝে
মুষ্টিমেয় গোষ্ঠী কারা পোষছে বাহুর ভাজে ?


বঙ্গদেশে ভবের রঙ্গ সাঙ্গ হবে কবে ?
কি লাভ হল যুদ্ধে আর ভাষা বিপ্লবে !