কবির মৃত্যুতে আজ কোন শোকসভা হবে না
শোকের অসুখে ভুগতে ভুগতেই তো কবি মারা গেলেন;
আজ কবির প্রেমের কবিতা দিকেদিকে উচ্চারিত হবে
কবির অমরতা আজ প্রতিষ্ঠিত হবে
তা নিয়ে সমস্বরে সবখানে হবে মানুষের আলোচনা;
কবির মৃত্যুতে আজ কোন শোকসভা হবে না ।
কবি বলতেন-
"জীবন এবং মৃত্যু -  সেতো দুটো শব্দই শুধু-
জীবন-মৃত্যু ভেতরে কতটা- সেটাতো কেবল ভেতরই জানে,
কখনো মৃত্যু জীবন নামে- কখনো জীবন মৃত্যু দামে..."
কবির মৃত্যুতে জন্মের উচ্ছ্বাস হবে শুধু আজ
আজ প্রকাশ্যে কিংবা গোপনে- শুধু ভালোবাসার কথা হবে
যেভাবে কবি বলতেন-
"ভালোবাসা নয় মৃত্যুর যাতনা-
                 ভালোবাসা সেতো জীবনেরই উন্মাদনা..."
কবির অকাল মৃত্যুতে আজ কোন শোকসভা হবে না ।