ফাগুন তুমি এসো আবার আগুন হয়ে ফিরে
মাতাল হাওয়ায় ছন্দ তুলুক স্বপ্ন-প্রেমের তার,
যাবার বেলা যেও না-হয় সবার হৃদয় পুড়ে
এক ফাগুনের স্বপ্নে হোক চৈত্র-জীবন পার ।


সদ্য প্রেমের ফাগুন হাওয়ায় বিদ্ধ হবার সুখে
শুঁকবে প্রেমিক গহীন বুকে অচিন ফুলের রঙ,
ব্যর্থ মনে ভাসবে কেউ রাত্রি জাগা দুখে
আগুন প্রেমের আলোক তলে ধরবে আধার জং ।


হয়ত কেউ লিখবে চিঠি ভুল প্রেয়সীর নামে
ভুল প্রেমিকার দেহের ভাঁজে রাখবে পূজার ফুল,
হয়ত বা কেউ প্রেম কুড়াবে সহজ শ্রমের দামে
সহজ পাওয়ায় হয়ত বা কেউ করবে সহজ ভুল ।


রিক্ত চোখে কোথাও বা কেউ সিক্ত হবার মোহে
সবার তরেই পাবে খুঁজে প্রেমহীনতার টান,
মন গভীরে হয়ত বা কেউ দিনবদলের ভয়ে
একলা রাতে গাইবে একা কল্পপ্রেমের গান ।


শিমুল রাঙা প্রেমের তুলো ফাগুন হাওয়ায় উড়ে
অসম্ভবে প্রেমিক পাবে সম্ভাবনার আলো,
হলদে শাড়ি কৃষ্ণচূড়ার মাতাল করা সুরে
লক্ষ রঙিন স্বপ্ন হবে একনিমিষেই কালো ।


স্নিগ্ধ ফাগুন আসুক তবু শুদ্ধতম ভুলে
সুপ্ত প্রেমিক সাহস বুকে ব্যক্ত করুক ভাষা,
দ্বিধার খামে গুপ্ত বাধা ভাসুক কথার জলে
ত্রিভুজ প্রেমে আটকা পড়ুক অবুঝ ভালোবাসা ।


ফাগুন হয়ে আসবে তুমি যেমন এসেছিলে ?
অতল প্রেমে দেখব আমি পাগল করা চোখ,
পূর্ণ মোহেই ভালবেসো চূর্ণ করার ছলে
তোমার-আমার ভুলের মাঝেই প্রেমের ফাগুন হোক ।


অকাল বোধে থামবো দুজন কালবোশেখির শেষে
ছন্দ সুরের রাত্রি পাবে কান্না ভেজা ভোর,
ব্যর্থ প্রেমে বাঁচবো আবার মৃত্যু আশা পোষে
কষ্ট আমার কষ্ট-ই হোক শ্রেষ্ঠতম ঘোর ।


তোমার চোখে বুঝবো আমি আমার মাঝে নেই
শান্ত শীতে লাগবে হটাত নিঃস্ব ফাগুন হাওয়া,
আশার স্রোতে হারাক না-হয় ভালবাসার খেই
মরীচিকায় মরবো জেনেই  আবার তবু চাওয়া ।


ফাগুন তুমি এসো আমার আগুন জ্বলা বুকে
ক্লান্ত প্রাণে জাগাও আবার অন্তবিহীন ঢেউ,
ভাসাও তুমি জোয়ার-ভাটায় কাঁদাও মৃত্যু শোকে
আগুন আমি আগুন-ই চাই, ফাগুন হবে কেউ ?


অর্থবহ ফাগুন আসুক মর্ত্যলোকে নেমে
সূক্ষ্মচোখে বুঝুক সবে দুঃখ-সুখের ঝাঁঝ,
স্বপ্নহারা বাস্তবতায় শর্তবিহীন প্রেমে-
ফাগুন তোমার আগুন হয়ে আসতে হবেই আজ ।