যেদিন তুমি চেয়েছিলে-
আমি যেন তোমার পথে দাড়াই এসে গোলাপ হাতে,
সেদিন থেকে জীবন আমার ফুলের কাছে তুচ্ছ হল
চোখের ভিতর অন্য চোখের জন্ম হল,
এতকালের ইচ্ছে ছিল তোমার তরে প্রেমিক হবো
সেদিন থেকে আমার চোখে সৃষ্টিনেশার স্বপ্ন দিলে ।
ভেবেছিলাম তোমায় আমি এমন-ই এক গোলাপ দেবো
যেমন করে কোন প্রেমিক দেয় নি কভু তার প্রিয়াকে;
প্রাপ্তি নেশায় প্রত্যাশিত বাগান ছিল অসম্ভবেই,
খেলাচ্ছলে প্রেমের ভিতর ফুল বদলের নিত্য খেলায়-
সদ্য ফোঁটা পাপড়িগুলো পথের উপর ঝরেই গেল
অতল প্রেমের মরুদ্দানে একাই হলাম নির্বাসিত,
যেমন করে ঘর হারালে মানুষ বুঝে ঘরের মায়া
বৃহত্তম মাঠেই হলাম মৌল প্রেমের স্বপ্নচাষি;
এই পৃথিবীর বাগান ঘেঁটে শুদ্ধ ফুলের বীজ বুনেছি,
জীবন মাঠে স্বপ্ন গোলাপ প্রেমের রঙে ফুটবে বলেই-
দক্ষ হাতে চৈত্রমাসেই উষর বুকে মই দিয়েছি ।
ভেবেছিলাম হয়ত ঠিকই-
ফুলের চাষে মুগ্ধ হয়ে ভালোবাসার জল ছিটাবে
শুভ্রতম ফুলটি তুমি;- তোমার তরে চেয়েছিলাম এমন কোন মরূদ্যানই;
সদ্য ফোঁটা স্বপ্ন গোলাপ তোমার মুঠোয় দিবো বলে
কাদা-মাটি কাটায় ফুটে- সর্বজ্ঞানের সার ছি্টালাম
শাশ্বত এক শিকড় আমার বুকের ভিতর গেঁথেই নিলাম
তবু তুমি মৌল বীজে পা মাড়ালে
কাদা দেখে পাশ কাটালে
গোলাপ ফুলের বাগান তবে ভবিষ্যতে হলই না হয়
আগাম দিনে নামটি আমার প্রেমের রঙেই রঙ ছড়াল;
সেদিন বুকের স্বপ্ন বিকে অনেক প্রেমিক প্রেম কুড়ালে
তাতে বল কী লাভ আমার তুমিই যদি নাই-বা পেলে!
শ্রেষ্ঠতম গোলাপ বাগান অঙ্কুরে আজ নষ্ট করে
যাও যদি তো ব্যর্থ সবই
জীবনভরই ফুলের আশায় ভুল বাগানে কেঁদেই যাবে
যদি তুমি অন্য কোথাও মৌল চাষি খুঁজেও পাও
তবু তোমার স্বপ্নগুলো কষ্ট মাঝে মত্ত রবে
দস্যি মেয়ের শ্রেষ্ঠ সময় ভুল হলেও গোলাপ চাষির;
যাও যদি তো সব কুড়িয়ে তবু তুমি নিঃস্ব হবে ।


উৎসর্গ- হেলাল হাফিজ