হে যুবক- কোনদিন তোমার দু'চোখ কি ক্লান্ত হবে না ?
ঘুমাবেনা মানুষের মত- বুকের ক্ষত ভুলে গিয়ে ?
দালানে-সম্মানে-  এই দাহকালের মাথাব্যাথা তোমার নেই জানি -
তবে বটের ছায়ায় প্রাণের ছোঁয়া কি তুমিও খুঁজো নি ?
তোমারও তো ইচ্ছে আছে- ছোট ঘর- দুটো কাছাকাছি প্রাণ;
আজ তুমি সময়ের প্রতি অভিমান করে সবই হারাবে-
না-ছুবে স্বপ্ন, না-পাবে স্বার্থের সাক্ষাৎ;
এসব বুঝেও কেন তোমার দিনরাত মাথার কোন নিস্তার নেই ?
বাড়ি-গাড়ির বৈশ্বিক পীড়ায় তো ভুগছো না-
তবে কী-ইবা খুঁজো- কি পেলে থামবে বলো ?
ভালোবাসা ?- তোমার সেতো আগের মতই আছে ...
তুমিই বরং বদলেছো- তাকে ছাড়া ছেড়েছ সবকিছুই;
তারথেকেও বেশি ভেঙে ভেঙে- বড় ভুল সময়ে গড়েছ নিজেকে;
এভাবে গভীরে বুঝে আর স্বপ্নকে খুঁজে খুঁজে –
দুটো এক পথে তুমি কোনদিনই পাবে না;
হে যুবক- জানো তুমি সবই, অথচ কিছুই জানো না ।