পুঁজিবাদী ফরেন মদে মাতাল পুরো বাংলাদেশ
দেখে দেখে সুখের লেবেল- দুখের মাঝেই জীবন শেষ;
“এটুকুতে কি আর হবে- বাঙালি তো জাতের খোর
আরও দু’প্যাগ মারলে পরে ধরতে পারে নেশার ঘোর,
অর্থ নিয়ে ভাবনা কেন- তোমরা দেশের জনগণ
প্রয়োজনে বিদেশ থেকে আসবে আরও হাজার টন”
স্রস্টা এখন নির্বাসনে- নেশার ঘোরে পুজ্য ভূত
কেউ যদি বা ঢেঁকুর তুলে- মদ গিলাবে ভুতের দূত,
ব্যর্থ হলে সবই হবে- সমস্বরে একই গান
বারে বসে শিল্পীসমাজ মদের কাপে ঝড় উঠান,
‘বেশ বলেছেন, বেশ বলেছেন’- মোড়ল পিঠে চাপর দেন
ঘরে তাদের বন্দী করে চরের দখল তিনিই নেন;
পালের গোদা বললে কথা- তালির কোন অভাব হয় ?
মনুষ্যহীন দ্বিপদভূমে- মানব জাতির হবেই জয় !
মাতাল করা প্রেমের গানে খাদের দিকেই সুরের টান
প্রেমিক ছেড়ে প্রেমিকারা- জুয়ারুতেই অন্তঃপ্রাণ;
পুঁজিবাদের বাটখারাতে পাল্লা মাপে দুঃখসুখ
পাথরবাঁধা মূর্ত চোখে ফুটছে খইয়ের স্বপ্নবুক;
এ-সময়ের সভ্যতা যে রসিকতার নামান্তর
আপেক্ষিক এক ফিল্মি সুখে- বাংলা এখন নাট্যঘর,
কর্তা-পদের স্বীকৃতিতে কবি গলায় পদক নেয়
বাপের যেন জন্ম হলে পোলাই কানে আযান দেয় !
মাতালগুলোর পাতাল খোঁড়ায় মাতৃভূমিই অচীনপুর
বাড়াবাড়ির শয়তানিতেই আসবে জানি নতুন ভোর ।