আর কতদূর গেলে বলো- দূরে যাবো
নিজেকে পাঠ্যবইয়ের মত যুক্তিতে ভরেছি শুধু
আমাদের প্রেম এসব প্রাচীন গ্রন্থের চেয়ে-
যোজন যোজন দূর;
রাত-ভোর শুধু ভেবেছি বসে-
নিজের চোখে মহাজাগতিক দৃষ্টিকে পুরে দেখেছি-
কোন লাভ হয় নি,
পৃথিবীর আর সব গ্লানি তার কাছে আনন্দ সমান;
বলো আর কতকাল পর ভুলে যাবো আমি
খুঁজে পাবো এক পৃথক সহজ সকাল;
প্রেম যদি পরাজয়ই হয় আমি প্রেমিক হতে চাই নি
ভালবাসা-স্বপ্ন-সৌন্দর্য-সভ্যতা এসব মহৎ বলে জানি
বুকের বিস্ফোরণে সেসব আজ মৃদু গুঞ্জন হয়ে বাজে
তবে তাকে রসিকতা বলতে এখনো নারাজ-
আজ তবু সেকথা থাক- পড়ে থাক ।
সবচেয়ে আমাদের ব্যথা কতখানি মৃত্যুর মত ঘোর-
সেতো তুমি-আমি শুধু জানি;
তবু আর কতদূর- কতদূর- কতদূর ।