সেদিনের সেই গ্রীষ্মে ছিল ভীষণ খরা
ভয়ানক ঝড় উঠেছিল এক বোশেখী রাতে
ভয়েতে তখন সকলেই ছিল আত্মাহারা
তবুও সবাই বেঁধেছিল ঘর ঝড়ের সাথে ।


আমাতে সেদিন লেগেছিল এক বিষম হাওয়া
ভেবেছি কতটা ঝড় বুকে পারি আকাশ ছুঁতে
অকালের ঝড়ে তাইতো আমার বাইরে যাওয়া
আমি যে সেদিন হারিয়েছিলাম মেঘের সাথে ।


অতঃপর এক বর্ষায় ফিরে সর্বনাশা
শহরে সেদিন ঢুকেছিল জল দুকূল ভুলে
সকলের চোখে ছিল যে শুধুই বাঁচার আশা
তবুও সবাই বেঁধেছিল ঘর কাদায়-জলে ।


আমার চোখতে জেগেছিল এক তুমুল নেশা
কতদূর ভেসে পৌঁছাতে পারি সবুজ দ্বীপে
আমি তো সেদিন বুঝতে গিয়েছি জলের ভাষা
বর্ষার স্রোতে হারিয়েছিলাম সাগর-কূপে ।


ভাঙনের ঝড়ে এখনো সবার জলেতে ভাসা
এখনো সবাই মরুর জীবনে ফাগুন খুঁজে
সাগরের ঢেউ আজ যে আমার বুকেতে পোষা
আমিই যে আজ কালবোশেখী সময় বুঝে ।


যদি তুমি চাও মেঘেই এবার বাঁধবো বাসা
ভালোবাসা পাবে জীবনভরই আকাশ-নীলে
যদি তুমি চাও সবুজ দ্বীপেই রাখবো আশা
শাশ্বত প্রেমে ফাগুন নামাবো দু’জন মিলে ।