ঘরের মাঝে একটি ঘর- আমি থাকি তার ভিতর
আমার ঘরের মধ্যখানে অন্য আরেক ঘরও আছে
সেইখানে সব সহজ রঙের মানুষগুলো নিত্য বাঁচে
সেথায় আমার প্রায়ই চলে দুঃখসুখের কান্না-হাসি
থাকবে বলে আমার ঘরে আজো তবু কেউ আসে নি
অনেকগুলো জানলা আমার ঘরের মাঝে
সারাক্ষণই আপনমনে দেখি বসে রঙের খেলা
লাল-হলুদে নীল-সবুজে সবকিছুতেই ছন্দে নাচি
অচিন রঙের জানলাগুলোর নিজের মতই নাম দিয়েছি
সব জানলায়- সবকটা রঙ দেখতে বড় ইচ্ছে করে
রঙের উপর রঙ মিশিয়ে রঙিন-রাঙা দুঃখ পুড়ে
দেয়াল ভেঙে বৃহৎ ঘরে যাবার নেশায় আলোক খুঁজি
সাদা-কালো এক করাতেই পথের আলোয় চমক জাগে
বাইরে এসে এক ঝলকে রঙিনতর রঙ মেখেছি
তাইতো আমি পুরান রঙে মাথার উপর চাঁদ রাখি না
বাহির হলে পিছুটানে ভিতর বুকে বাঁধ রাখি না
ঘরের মাঝে আরেক ঘর- বাহির হলে কোথায় ঘর !
একটা থেকে হাজারটা হোক- ঘর পেরুলেই অতঃপর...
ভাঙলে পরে নতুন রঙে- সবই রঙিন- বৃহত্তর ।