রক্তক্ষয়ী যুদ্ধ ছাড়াই স্বপ্নভূমি দ্বিখণ্ডিত
দুঃখ এবং ঘৃণার নামে প্রেমের জমি পৃথক হলো;
অবিশ্বাসের অস্ত্র হাতে যুক্তি-ভুলের খই ফোটালে
অভিমানের একলা দ্বীপে বাধ্য আমি- নির্বাসিত
একাই সেদিন যৌথভূমি দখল নিলে ক্ষিপ্ত চোখে ।
এবার আমি ফিরবো বলেই অভিমানের দ্বীপ ছেড়েছি
তোমার বুকে একটি বুলেট বিঁধবো জেনেই পণ করেছি
অত্যাধুনিক অস্ত্র হাতে আমি এবার সংগঠিত
তোমার বুকে বুলেটখানা বিদ্ধ হবেই নিখুঁত ভাবে
অতর্কিত আক্রমণে ঝাঁঝরা হবে- মৃত্যুবিহীন
বাঁচতে হলে স্বৈরশাসন বন্ধ করো চিরতরে
স্বপ্নভূমি আজকে থেকে যৌথপ্রেমেই গড়তে হবে
নয়তো দেখো ছন্দসুরের অস্ত্র এবার তাক করেছি-
ভালোবাসার রক্তক্ষরণ জীবনভরই সইতে হবে ।