কয়েক বছর পরে-
এক শ্রাবণে শহরজুড়ে রৌদ্র-মেঘের খেলা
দুঃখ-সুখে ক্লান্ত সবাই উদাস দুপুর বেলা;
সহসা এক বৃষ্টি ফোঁটার স্পর্শে তোমার ঠোঁট-
আবার তুমি দস্যি মেয়ে শ্রাবণ দিনের ঝড়ে
                                      কয়েক বছর পরে ।
কয়েক বছর পরে-
হয়ত বুকে উঠবে জেগে ভুল সাগরের ঢেউ
ভুল মানুষেই খুঁজবে আবার সত্যিকারের কেউ;
বৃহৎ কালো ছাতার পাতা গুটিয়ে নেয়ার পর-
স্মৃতির জলে ভিজবে তুমি রঙিন প্রেমের ঘোরে
                                      কয়েক বছর পরে ।
কয়েক বছর পরে-
ভুলবে তোমার গুমোট ঘৃণা- বিষম অবহেলা,
গাছের পাতায়, ধূসর মাঠে সবুজ জলের খেলা-
হয়ত আমার ছন্দ বুকে ঝরবে অনেক দূরে;
কয়েক বছর পরে-
সহসা এক বৃষ্টিফোঁটা দস্যি মেয়ের ঠোঁটে-
প্রথম প্রেমের মতই যেন শ্রাবণ-মেঘে ফোটে;
দুঃখ-সুখে ক্লান্ত তুমি উদাস দুপুর বেলা-
আমার প্রেমেই পড়বে আবার অসম্ভবের তরে
                                      কয়েক বছর পরে ।