সময়সম নিখুঁত খুনি একজীবনে আর দেখি নি
সুখস্মৃতিকে খুন করে সে স্বপ্নকেও বাদ রাখে নি
তাইতো এখন সময় ভয়ে অবাক হয়ে মুখ তুলি না
আগুন বুকে ভুল করেও দুঃখচোখের জল ঢালি না
স্রোতস্বিনীর ঢেউয়ের তালে মৃত্যুমিছিল সাগর জলেই
পথের খুঁজে অন্ধ হবো- থাকবো তবু সূর্য ভুলেই
সময় সেতো সময় গেলে সুখের তরেও ছাড় দেবে না
কারাগারে বন্দী হয়ে সন্ধি করে লাভ হবে না
আমায় দেখে দীর্ঘ হাঁটায় মৃত্যুপথেই তৃপ্তি খুঁজো ?
তবু জেনো ভালোবেসে বারংবারই ব্যর্থ হবো
মরণ খেলায় মরবো তবু মরীচিকায় ভুল হবে না
একসময়ে হয়ত সময় আমার দুখেই ছাড় দেবে না !