রোদের থেকে মুখ ফিরিয়ে চাঁদের ক্ষুধা !
অকাল বোধে ভুগবে তবে আঁধার রাতে,
এবার না-হয় পুড়েই দেখো দুপুর রোদে
মরুর বুকে হেঁটেই পাবে জলের সুধা ।


তাদের দিকে তাকাও বলে দুখেই থাকো
ভুলের পরে আবার ডুবো নতুন ভুলে,
এবার না-হয় আগুন ঢালো সুখের জলে
কাঁটায়-ফুলে দুখের খরা বুকেই রাখো ।


আদর্শ আর অন্ধবোধ-ই তোমার বাধা
দিন ফুরালে বুঝবে সেতো শুন্য ঘরে,
এবার না-হয় উল্টো হাঁটো প্রশ্ন করে
দীপ্ত পায়ে জাগাও তুমি পথের দ্বিধা ।