আর কতকাল ব্যাখ্যা দিব
এখন সবাই তত্ত্ব শুনো,
সর্ব রোগের পথ্য আছে
অর্থ ছাড়াই এবার কিনো !


প্রেমের তরে ব্যর্থ তুমি
কেমন করে থাকবে ভালো ?
প্রত্যাশাকে বাইরে রেখে
প্রেমিক ছাড়া প্রেমকে জ্বালো ।


ভবিষ্যতে ভুলের নাচন
ব্যর্থ হবেই বর্তমানে,
ভিত্তিমূলে স্মৃতির দালান
ইট ব্যতীত সত্য বুনে ?!


ধ্যানীর ধ্যানে স্বপ্ন বড়
আঁকড়ে ধরে মূর্খজনা,
নিত্য গড়ে মনুষ্যজন
ভুতেই পারে বেগার টানা !


মৃত্যু সেতো অচীন আলো
জীবন হল পথের গতি,
স্বর্গ-নরক প্রাচীন কলা
রোগ মূলত মৃত্যুভীতি ।