জানলার কাঁচে বাইরের বীভৎস অন্ধকার
ঘরের আলোটুকু কেড়ে নিতে চায়- আমাকে বাঁচাও
প্রেমের প্রথম দিনগুলোর মত-
আমাকে ফেরাও তোমার ভালবাসার চার দেয়ালে,
যৌথপ্রেম প্রদর্শনের এইতো উৎকৃষ্ট সময়-
তোমার সহজ স্বপ্ন-সঙ্গোপনে আমাকে জড়াও আবার ।


জীবনকে আমি নিজেই গড়তে জানি
তাই তোমার কাছে আজকে আমার মৃত্যুর গুরুভার;
কোলাহলে নয়- জন্মের মত নির্জনে-
কিংবা তোমার অভিমানের শৈল্পিক আঘাতে-
হাজারবার মৃত্যুতে কোন দ্বিধা নেই,
আমি ভীত-আতঙ্কিত কেবল আঁধারের করাঘাতে,
শুধু ঘৃণার মত ছুরিকা তলে ভুলেও রেখো না আর-  
নিরাপদ মৃত্যুর গ্যরান্টিতে-  ফেরাও আমাকে এবার;
নয়ত একদিন আমি না-ই জানি, প্রেম ঠিকই জেনে যাবে-
তুমি আর আততায়ী ছিলে অভিন্ন সূত্রে গাঁথা ।


ঘৃণা-অপবিশ্বাস যেভাবে থাকে একই মন্ত্রে বাধা ।