নীলাকাশ আজ ভীষণ রকমে কালো
বিষাদের ফুল ধূসর সবুজে ফোটে
কখনো স্বপ্ন সত্যি না-হওয়া ভালো
তৃষিত প্রেমেই যাক-না জীবন কেটে !


যাও দূরে তবু স্মৃতির আগুনে পুড়ো
খুব কাছে পেলে সুদূরেই যেতে জানি
অহমে জীবন শুন্যতা-প্রেমে গড়ো
ঘৃণাতেই বুঝি- ভালবাসো কতখানি !


পরাজয়ে আজ জীবন কিছুটা বুঝো
স্বাধীন মানুষে পরাধীনে শখ জাগে
আমাকেই তুমি জীর্ণ-সময়ে খুঁজো
চিনো নিজেকেই- বিস্মৃত অনুরাগে ।