এভাবেই যাবে অনাগত দিনগুলি
বিস্ময় পথে হিসেবের গরমিলে
জীবনের দায়ে স্বপ্নের কাটাছেঁড়া
যৌক্তিক স্রোতে ইচ্ছের প্রতিকূলে
যাবে এভাবেই প্রথাগত পাল তুলে ।


সময়ের তরে সুখী নয় আজ কেউ-ই
ভাল না-থাকার জাতীয় রোগের চাপে
সকলের মাঝে তুমিও ভুক্তভুগি -
অবিশ্বাসের স্বাধীন মৃত্যুকূপে
নারীবাদী হও একাকী মনস্তাপে !


রক্তের দামে আশ্বাস কিনে সবে
বঞ্চিত বুকে প্রবোধেই ভাল থাকা
প্রবঞ্চনার সুখের মিছিলে পুড়ে
প্রত্যেকে রবে কোলাহলে বড় একা
ক্রমে দীর্ঘশ্বাস- দুখেরই দীর্ঘ রেখা ।


তবু সত্ত্বার পৃথক গর্তে কেউ
মৃত্যুর ভাষা আমারই আদলে খুঁজে-
প্রেমের মতই ব্যর্থ অহংকারে
অতল বুকে সময়ের জল সেঁচে
প্রত্যাখ্যানে- জীবন তবু তো বুঝে ।