শব্দজটে রঙের খেলা
রঙধনুতে কথার ঢেউ;
এই কবিতা আমার ছেলের
নাই-বা বুঝো তোমরা কেউ !


উর্দ্ধাকাশে জোয়ার-ভাটা
জমাট মেঘে সাগর জল;
রূপান্তরের ভিন্ন চোখে
সিম্ফনিতে নিখুঁত ফল !


শূন্য-একের বৃহৎ জটে
সত্য কে আর মিথ্যা কে !
আমিই কি নই আমার ছেলে
আগাম দিনের জৌলুসে ?