ভাদ্র মাসে বালতি হাতে ভদ্রলোকের দল-
মিলেমিশে গাছের তলায় ঢাললো সবে জল,
অবশেষে তাল পাকিলে চাললো কথার ছল
বললো এসে-
'গাছ তোমারই- নিলাম শুধু ভাদ্র মাসের ফল'
সমস্বরে সব শালারা গাইলো অনর্গল-
‘উচিত কথা-উচিত কথা- বস্তা ভরি- চল’
চাইয়া দেখি- তাল নিয়ে যায় ভদ্রলোকের দল...
সারাবছর জল টানাতেই- আমি পানির কল ?