কবিতায় মন নেই- ঘুন ধরে মগজে
স্বপ্নের জলরঙে আঁকি ঘর কাগজে ।
পাখিসব উড়ে যায় নীল-মেঘে অজানায়
দুটো গরু বেঁধে রাখা পরিচিত আঙিনায়;
হলুদিয়া ফুলে ফুলে ঘুরে কালো ভোমরা
দেয়ালের পাশ ঘেঁষে লাউ নাকি কুমড়া ?
সান বাধা ঘাট পাড়- মাছ ভরা পুকুরে
ছায়া-জলে শালবন নেচে উঠে দুপুরে;  
ভেজা চুলে ঘরে ফেরা সাতরঙা রূপসী-
যাকে আমি এতকাল স্বপ্নেই এঁকেছি !  


কাছে দূরে একা পাখি বিষাদের গান গায়
সেই সুর বুকে বাজে রাত-ভোর-সন্ধ্যায় ।