প্রস্থান- কোন আশ্চর্য অনুভবের নাম নয়
যে ফুল ফুটেছে বনে-
সেও গোপনে ধারণ করে ঝরে পড়ার অদম্য বাসনা,
যে পাখি নীড়ে ফিরে যায়-
ফেরার আশায় একদিন ঠিকই ফিরে না,
যদিও বা ফিরে- বয়ে আনে প্রস্থানের নিশ্চিত বিস্ময়;
যেভাবে প্রতিটি প্রেমের ক্ষয়- নিভৃতে ঘটে-
প্রাপ্তির মূর্খ আস্ফালনে ।
প্রস্থান- কোন আশ্চর্য অনুভবের নাম নয়
তবু কিছু সংশয়-
জীবনের অদেখা গভীরে ।