সুন্দর- সেতো সাতরঙা রংধনু
দুই পাশে তার আধারের মহাকাল !
সবুজ চোখের সারি সারি গাছগুলো
সূর্যালোকে- স্বাধীনতা রঙে লাল ।

দূরের আকাশে সত্য-নীলের আভা
অভিমানী চোখে  হলদে দৃশ্যপ্‌ট,
গোধূলিবেলার আসমানী সুখসভা
নারী-পুরুষের বেগুনী গোল্লাছুট !

জীবন-পৃথিবী কমলা রঙের ধাঁধা
রঙধনু খুঁজে- অজানার পিছুটান,
সাতরঙা পথে একটাই শুধু বাধা
সময়ে সাদার অনাহূত অভিমান ।

তবে কৃতজ্ঞতাই- ভালবাসা প্রতিদান ?