খুলে দাও রুদ্ধ দ্বার
দ্বিধা-দ্বন্দ্ব ভুলো,
হৃদয়ের আগল ঢেলে
আশার প্রদীপ জ্বালো।


হও মহান
ভুলে যাও ব্যবধান,
বিধাতার রাজ্যে নয় কেউ ছোট
স্নিগ্ধ শ্যামলিমায় সম ভালোবেসে
সুখের আঙিনা গড়ো।


ধনী-গরিব তফাৎ ছিঁড়ে
অসম-কে টেনে নিয়ে বুকে
দৃঢ় হাতে ন্যায়ের পাল্লা ধরো,
অন্তরে মানব প্রেমের জাল বোনে
ভুবন জুড়ে ভোরের স্বপ্ন আঁকো।