দেশকে ভালোবেসে শপথের মালা পড়ে গলে
জড়িয়ে বুকে ঝণ্ডা,
ঝাঁপিয়ে পড়ি যুদ্ধে অস্ত্র হাতে
দূরে ঠেলে দিয়ে যত শঙ্কা।


      আমি সৈনিক,
      আমি দেশপ্রেমিক,
      আমি সহনশীল,
আমি বিনিদ্র প্রিয়তমার তীব্র ব্যাকুল
আমি হিংসার বুকে অশ্বের মরন কামুড়।


নির্ভীক চিত্তে সবুজের বুকে
ছিঁড়ে ফেলে ক্ষমতার হাতকড়ি,
বাজিয়ে অস্ত্রের ঝনঝনানি
করি উৎসব রাঙা প্রভাতের জয়ধ্বনি।


     আমি জলন্ত অগ্নিশিখা,
     আমি বোনের হাসি, মায়ের কান্না,
     আমি যোদ্ধা,
করি বুলেটের আঘাতে শকুনের বুক ঝাঁঝরা
রক্তের ঢলে এনেছি ছিনিয়ে বাংলার স্বাধীনতা।


কত সৈনিক কত নওজোয়ান দিল বলিদান
ছাড়েনি তবুও মায়ের একবিন্দু ধূলির অধিকার,
অন্তরে বারুদের রক্ত ঢেলে গাই বিদ্রোহের গান
দেশসেবায় ব্রতী হয়ে উড়াই বিজয়ের নিশান।


      আমি স্বপ্নের হাতছানি,
      আমি ফসলের মাঠে আগমনী চিঠি,
      আমি মায়ের আদরমাখা আঁখি,
আমি সৈনিক বারুদের গন্ধে মমতার আলপনা আঁকি
সময়ের প্রয়োজনে দেই জীবন  আত্মাহুতি।