"অভাব"


অট্টালিকায় শোয়ে ভাবি থাকত যদি প্রাসাদ!
কারো আবার নেই কুড়েঘর সে নিয়ে অবসাদ।


কেহ পায় না খাইতে দানা
কেহ করে বাহানা।
কারো আবার টাকার অভাব
কেহ দেখায় ভাব।
কেহ চাইছে শত কোটি
কারো অভাব হাজার কোটি।


কেহ ছোটছে মেদ কমাতে।
কেহ ছোটে খাবার জুটাতে


ভবের ঘরে সবাই অভাবি
ধনী নয়ত কেহ।
ধনী কেবল মহান আল্লাহ
তিনি হলেন আ'লা।


~সাকিব