একদিন তুমি আমারে
কিবেই জানি 'ভালাবাসি' কইছিলা
হেইদিন থাইকা রাইতের ঘুম যে আমার
কৈ চইলা গেলো!
এই কাইত, ঐ কাইত করি
তাও ঘুম যে ক্যারে আহে না!
তোমরা বেমাহে কওছেন
আমুদ কি এবেই আহে?


হঠাত একদিন ম্যালা গভীর রাইতো
তুফানের বেগে তুমি আইছিলা।
খুশির ঠেলায় আমি
বেজায় ব্যস্ত অয়ে পইলাম।
এলা পরেই আমি ঠাডার নাহাল
বিছানা থাইকা পইড়ে গেলাম!
উইঠা দেহি — তুমি নাই!
বুঝবার পাইলাম
এইডে আসলে স্বপ্ন আছিলো!
তোমরা বেমাহে কওছেন
আমুদ কি এবেই আহে?


একদিন আমাগো নদীর পারে
তুমি আমি দুইজনে মিল্লে
মেলা পথ হাটবার নাগছিলাম
কদম ফুল দেইহা তুমি বায়না কইরা বইলা।
আমার কী সাইধ্য!
তোমার কতা ফেলায়।
গাছে উইঠে যেইনে ফুলডা হাত নিলেম
গাছের ডাল ভাইঙ্গে নদীর মদেই পইলাম!


তুমি হাইসে হাইসে কইলা
নদীর মদে ডুইবা মরো।
আমি কইলাম 'মরি তাইলে, সুহে থাইহো তুমি।
তারপরে দেহি তোমার চোহে
আরেক নদী বয়তাছে!
তোমরাই কওছেন
আমুদ কি এবেই আহে?
.
রচনাকাল: ০৪/০৭/২০২০ খ্রিষ্টাব্দ