এভাবেই জন্ম হয় একটি নতুন রাতের
নতুন স্বপ্ন কথার
নতুন থেকে নতুনত্বের।
জন্ম হয় একটি নতুন গল্পের।


ধরো – একটি ক্যামেলিয়া ফুল,
রূপালি চাঁদ, শীতের মৃদু বাতাস –
যোজন দূরে তুমি আর আমি!


হতে পারে – একটি তারার ফুল
গুঁজে দিলাম তোমার খোঁপায়।
তুমি যেন নতুন এক তুমিতে পরিণত হলে!


ধরো – একটি বৃষ্টির দিন
প্রচন্ড ডাকছে মেঘ
ভয়ে তুমি শেষ!
খুঁজে পেলে এক স্বস্তির ঠিকানা
প্রণয়ে ভরা এ বুক।


হতে পারে – কুয়াশার চাঁদরে ঢাকা
কোনো এক শীতের সকাল
তুমি ঘুমু ঘুমু চোখে বললে আরেকুটু ঘুমাই না!
হঠাৎ আবার ভেবে বললে
আমি ঘুমালে কী খাবে এই সকালে?  


এসব সহস্র গল্পে ভরে উঠবে (ইনশা আল্লাহ)
আমাদের এ প্রণয় আঙিনা।
তুমি হবে ভোরের পাখি –
আমি হব ভোর।
হয়তো হবে ক্যামেলিয়া ফুল
রাঙিয়ে দেবে প্রতিটা দিন
তোমার প্রণয় গন্ধে।


[ রচনাকাল: ১৭ অক্টোবর, ২০২২ খ্রিষ্টাব্দ || শয়নগৃহ  ]