ঘুমের দেশে রাখাল বেশে
নিয়াজ পাড়ি দেবে,
চাঁদের হাসি, তারার খুশি
ভাগ করে সব নেবে।


মামা বাড়ির রসের হাড়ি
ঘুমের দেশেই পাবে,
তাইতো নিয়াজ ঠিক করেছে
ঘুমের দেশে যাবে।


ঘুমের দেশে পাখির মেলা
নিত্য নতুন খেলা,
দ্বীনের বিজয় স্বপ্নে দেখে
কাটবে ঘুমের বেলা।


নানা, নানি, দাদা, দাদি
আরো কত স্বজন,
তাঁদের অগাধ ভালোবাসায়
প্রফুল্ল তার মন।


ঘুমের দেশে প্রিয় নবী
স্বপ্নে দেখা দিয়ো,
কোমল কচি মনটা তাহার
স্বপ্নে ভরে নিয়ো।