মেলান্দহে আছেন একজন
সাহিত্যের পাগল,
সাহিত্য প্রেম আগলে রেখে
ভাঙলো শত আগল।


এই কালেতে কে বা আছে
করবে ফ্রিতে চাষ!
সবাই আছে কমার্স নিয়ে
রুখতে হাহুতাশ!


সুখ আছে কি টাকার ভেতর!
সেই বা ক'জন জানে,
জানলে তবে, এই না ভবে
ক'জন তাই বা মানে!


স্বার্থ-ঠার্থ ত্যাগ করে ভাই
কলম নিলেন তুলে,
সাহিত্য প্রেম আগলে রেখে
কমার্স গেলেন ভুলে!


এমন সোনার খাঁটি মানুষ
কবি শাহ্ জামাল ভাই,
নেক হায়াতে বাঁচুক তিনি
এই দোয়া খানি চাই।


রচনাকাল: ২৮/০৫/২০২১; সকাল ৯টায়, শয়নগৃহ।


কবিতাটি মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জনাব শাহ্ জামাল সাহেবের প্রতি উৎসর্গিত এবং তাকে নিয়েই রচিত।