তুমি এক গুচ্ছ লাল গোলাপ
   সুবাসে মুখরিত করো আমায়
       মাতাল করে দিচ্ছো স্নিগ্ধতায়...
তুমি এক খণ্ড পদ্মফুল
    ফুটে আছো আপন মহিমায়
         সাহসী করে তুলছো দিঘী সাঁতরাতে!
তুমি এক পূর্ণিমার চাঁদ
    স্নিগ্ধ আলোয় স্নান করাচ্ছো ভূবনকে
         জেদি করে তুলছো আমায় পূর্ণগ্রাসে
তুমি এক মুঠো উষ্ণতা
      তীব্র আলিঙ্গনে করছো আবেদন!!


শুধু এক মুহূর্তের বাতাস হতে পারলে না..
    একটু অনুভবে শরীর ছুয়ে যাওয়া বাতাস
        যেই বাতাসের স্পর্শে হতো পবিত্র স্নান
এক টুকরো ভালোবাসাও হতে পারলেনা তুমি
  পারলেনা এনে দিতে দ্বিতীয় জাগরণ
    যেই জাগরণে ধূলিসাৎ হতো সব বাঁধা
      চুরমার হয়ে যেতো সব সামাজিক শিকল!!


সেই তুমির প্রতীক্ষায়-
   আজো চাতক পাখি হয়ে আছি
     হয়তো হাতে একগুচ্ছ পুরনো গোলাপ!
       পরনে নীল কিবা হলুদ পাঞ্জাবি পড়ে...
এসো সেই তুমি হিমুর নীলরুপা হয়ে
   নীল শাড়ি কিবা সেই পুরনো চুড়ি হাতে!
এসো তুমি, এই বৃষ্টিস্নাত বসন্তেই চলে এসো!!!


---সেই অপ্রিয় যন্ত্র