যেমন মুগ্ধ হয়ে মানুষ রঙধনু দেখে,
বসন্ত বিকেলের মৌমাছি দেখে
শরতের স্নিগ্ধ সফেদ মেঘমালা দেখে...
খসে যাওয়া তারার গতিবিধি পরখ করে
নব বধূর ঘোমটা তুলে মায়াবী কাজল দেখে
বাচ্চারা ছেড়ে যাওয়া বিমান, পাখির বাসা দেখে,
শিল্পী যেভাবে রঙখেলায় চোখের প্রশান্তি খুঁজে পায়
চাতক যেমতি আকাশ পানে তাকায়
একুরিয়ামের রঙিন মাছের ছুটাছুটিতে মুগ্ধ হয়
নিঃস্ব নাবিক যেভাবে এক টুকরো কাঠকে আঁকড়ে ধরে
উদাসীন কবি যেমন নতুন ছন্দে আন্দোলিত হয়
ঠিক তেমন মুগ্ধ হয়েই তোমার প্রেমে পড়েছিলাম।।
তারপর এ ভুবনে
ঠিক ছ মাস দিন ছিলো, ছ মাস চাঁদ হীন রাত
চাঁদ কিবা সূর্য হয়ে সামলে নিলে
হাজার বর্ষ দূরের অজানা ভুবনের হাত।
ভালো থেকো, ফিরে এসো কভু হয়ে নব প্রভাত😐