পণ করেছিলাম একদিন ম্যারাথন দৌড়বিদ হবো
একাকীত্ব হজম করছে এই মন
তোমাকে দেখতে পাওয়ার অভিলাষে
হেসেখেলে বাধিতে পারি কতশত রণ!
আমাকে আটকাতে পারবে না এই নিষ্ঠুর
দেশের লোকলৌকিকতা, পারবেনা
দংশন করতে এই অভিশপ্ত ট্রাফিক
আমাকে অপেক্ষার দহন সইতে হবেনা
ভুগতে হবেনা তুমি হীনতায় নিয়মমাফিক..
আমি একদিন দৌড়বিদই হবো দেখো
দুর্গম এমাজন চষে বেড়াবো রক্তাক্ত পায়ে
সাহারাকে বানিয়ে দিবো পৃথিবীর সবচেয়ে ছোট্ট মরূ
এন্টার্কটিকার শৈত্যকে দিবো বিলীন করে...
বারমুডার ট্রায়াংগেলকে জয় করে নিবো ইতিহাসে
দেখো, সত্যিই আমি একদিন দৌড়বিদ হবো
আমি একদিন দৌড়বিদ হবো,
স্রোত হবো, ঢেউ হবো, নদীতটের বালি হবো
সদা তোমার পানেই প্রবাহিত হবে "আমি"
জোয়ার ভাটার এই চিরন্তন নিয়মকে দেখাবো বৃদ্ধাঙ্গুল
সুনামি টাইফুন বুলবুল নারগিস সবাইকেই
পরাজিত করে ছুটে যাবো তোমারই তীরে
মাতাল জলরাশি হিংসেয় ধরে রাখতে চাইবে হয়তো
কিন্তু বারবার বালি হয়ে তোমার প্রতিমাই গড়বো
আমি একদিন মহামারী রোগ হয়ে যাব
আমার ছোয়ায় এই আকাশ বাতাস ভূ অশুভ হবে
ধরাশায়ী হয়ে যাবে শক্তিমান তুমিও...
কাউকে দেখার ব্যাকুলতায় তুমিও হবে অস্থির
বিলীনের আগেই একটু স্পর্শের আক্ষেপ করবে চোখ বুজে..
আমি একদিন শীতের বাতাস হবো..
স্পর্শে সব উঠবে খানিকটা কেপে কেপে
যখনি বারান্দায় কিবা জানালার পরদা সরাবে
তোমার সারা স্নায়ুতে ছড়িয়ে যাবো মেপে মেপে
আমি একদিন ডুবুরি হবো...
পাতালপথ আবিষ্কার করবো তোমাকে দেখার..
হাঙ্গরগুলোও সখ্যতা গড়বে, কামড়ে খাবে, তাড়িয়ে বেড়াবে
কিন্তু তোমাকে না দেখা পরযন্ত যমদূতও ভয় করবে!
আমি একদিন বৃষ্টি হবো, শিল হবো
অভিশপ্ত সংস্কৃতি,সামাজিক বাধা পবিত্র করে দিবো।
অঝোর কান্না মুছে দিবো তোমার
আবার হাসি দিলেই লুকিয়ে পালাবো
আমি তোমার আবেগের আইসক্রিম হবো
চকলেট হবো,
তোমার সৌন্দর্য অবলোকন করতে করতেই সঁপে দিবো বিলুপ্তিতে...
নিজ হাতেই ধ্বংস করবে আমায় হেসেখেলে!
উফফ কি শৈল্পিক দুঃসহ দুঃস্বপ্ন!!
আমি একদিন ম্যারাথন দৌড়বিদ হবো
সময় লাগবে জানি...
কিন্তু একদিন ঠিকই জয় করে নিবো..
ছিনিয়ে নিবো সুপ্ত বিজয় নিশানগুলো
একদিন আমি "তুমি" হবো...
অশ্রুর মজুদ বাষ্পীভূত করে দিব!
নীলহায়েনার কামড়গুলোকে রূপান্তরিত করবো গোলাপের সুভাসে...
একদিন তুমিও আমার হয়ে দেখিও...
কতটা উষ্ণতায় রয়েছো...
কতটা জুড়ে রয়েছো...
কতটা গভীরে রয়েছো মাপিও...


১৪ ডিসেম্বর, ২০১৯ (আলীয়ারা)