সুরূপা, সপ্তর্ষিমণ্ডল চষে মিশে যেও পুরনো কক্ষ
পথে; দেখো কত রাতজাগা তারারা করছে আর্তনাদ
তিক্তকণ্টক কষ্ট থেকে ওদের মুক্তি দিও হে প্রিয়তমা,


আশা দিছিলে স্থির হবে,জড়িয়ে নেবে রঙিন স্বপ্নজালে
মিশে যেতে, বিলীন হতে দেখেছি সব বিষাক্ত সলিলে


তোমাকে দুষছি না সুরূপা, বাউণ্ডুলে বোকা ছিলাম
মাহাত্ম্যপূর্ণ পুণ্যের মধ্যে রয়েছে
কেবল তোমাকে কেন্দ্র করেই বিচরণ, অথচ


ভাটার জলের মতো সব ভেঙ্গেচুরে বিনিময়ে
লোনা জল করেছো দান, কখনোবা বিশাল
বালুচরে করেছো দিগ্‌ভ্রান্ত; মিনতি এবারো
সিন্ধু পেরিয়ে মুক্তি দাও হে সুরূপা, মুক্তি দাও...


মুক্তি দাও
৩০-৭-২০