তোমাকে নিয়ে আর দেখা হল না কুয়াশার মিছিল
মুঠোমুঠো শিশিরে হলোনা সৃজন মহা প্রেমসমুদ্দুর
সদ্যভূমিষ্ট সূর্যের আলোয়ও দেখা হবেনা আর
তুমি" মায়াদেবীর এমন মনোহারী গড়ন...
ভুলে যাবে কি নামটিও?? যদি অকালেই হয় মরন!
তবু যত্নে রেখো কিছু কথা, কিছু ব্যথা অশ্রু ক্ষরণ..
তোমাকে নিয় আর দেখা হলোনা এই অসীম বিশ্বরূপ
বলো না কেন কথা পরী? ছিলেনাতো এমন "কালচুপ"..
নেপাল নাকি দার্জিলিং তা নিয়েও R হবেনা খুনসুটি
আর কটা দিনিতো বাকি, ব্যস..
পেয়ে যাব মহাকালের মহাযাত্রার অনন্ত ছুটি!
প্রিয়া,
শীত বুঝি চলেই এলো তোমাদের কার্নিশের টানে?
হুহু হুঙ্কারেও জানান দিচ্ছে অস্তিত্ব সগৌরবে
কিন্তু কোথায় তোমার ছায়া? কোথায় তুমি আজ?
এখনো স্মৃতি হারিয়েই তীব্র আলোতে লুকিয়ে রবে?
কথা ছিল, এক চাদরে মুড়ে শীতাআকাশ দেখবো
তারাদের সাথে জড়াবো অনন্ত খোশগল্পে
মহাবিশ্বের দুর্গপ্রাচীর ছিনিয়ে নামাবো অঝোর উল্কাবৃষ্টির রাশি.
নক্ষত্র জ্যোতিষ্ক গুলোও গুনে গুনে ভাগ করে নিবো
থাকুকনা সেথায় খানিকটা বিভ্রম,
এই কত গুনলাম গো, মোট কুড়ি নাকি আশি?
রাজসাক্ষী হয়ে পাশেই থাকবে ধোঁয়াটে উষ্ণ মধুর
এক পেয়ালা চুমুরভান্ড, চুমুর বিনিময় ঘটাবে যে!
হাতে থাকবে হয়তো কোনো প্রিয় লেখকের বই
চলবে মন, সাহিত্য রাজনীতি সমাজনীতি অর্থনীতি
ধরম দরশন নিয়েও বিস্তর আলাপ
কিন্তু আজ? দুঃস্বপ্নে ভাবাটাও যে মহা অমাবস্যারপাপ!
তোমাকে সাথে নিয়ে আর দেখা হবেনা কিছুই..
দেখা হবেনা কাঠঠোকরা টিয়া ঘুঘু বাবুইর ব্যস্ততা
নতুন সঙ্গীর সাথে সংসার পাতবে বলে প্রত্যূষে
   যারা ডরে না লোহাকাঠেও মরণঠোকরে....
তোমাকেও চেচিয়ে উঠতে হবেনা আর হঠাৎ
শালিক দেখে সারল্য ষোড়শী পুষ্পবৃন্তের মতো
দিতে হবে না লুকিয়ে হাতেরপিঠেয় চুমু,
কামনা করতে হবেনা শুভ কল্যানী ইচ্ছে আছে যতো!
কথা ছিল সূর্যের আগেই আমরা চলা শুরু করবো!
তোমার সিলভার রঙের সময়যন্ত্রটিকে ছুয়ে...
মায়াবী অনামিকার আংটিকে আঁকড়ে..
পাড়ি দিবো শতসহস্র মাইলের পর মাইল...
কিন্তু আজ? তুমি হলে ধ্রুবতারা, ধুমকেতু, নিহারিকা
শতকোটি আলোকবর্ষ দুরের অস্পষ্ট অনুজ্জ্বল এক  স্মৃতিশিখা
তোমাকে নিয়ে সাজানো স্বপ্নসৌধ গুলো আজ
অজানা অযত্ন অবহেলা নিরমমতার বলী!
অঙ্কুরেই বিনষ্ট হলো যে সব সম্ভাবনার কলি...
বড়ই নিষ্প্রভ মলিন রঙহীন; হয়েছে সব চূর্ণবিচূর্ণ
সব পেয়েও আজ কেন মন এতই অপূর্ণ?