আমি বহুদিন কারো প্রশংসা শুনিনি,শুনেছি কেবল নিন্দা
বুঝিনি আমার করনীয় কী,খুঁজেছি আলো পন্থা!
আজ বহুদিন আমার পুরস্কার মেলেনি,মিলেছে শুধুই তিরস্কার
পুরস্কারের নেশায় ঘুরেছি,পাইনি আমি খোঁজ তার।
মন খুলে আমি হাসতে পারি না,কান্নার আড়ালে হাসি যার
হাসতে গিয়েও পথ হারালাম,বুক ভরা শুধু হাহাকার!
আজ বহুদিন কেউ ভালোইবাসেনি,ঘৃণা করে কেউ জানিই না
ভালোবাসার সুত্র খুঁজেছি, উত্তর কেন মেলেনা?
বহুদিন কেউ কাছে ডাকেনি,দুরে সরে দিয়েছে
এত আদরে বড় করেও,আমায় কি কেউ চিনেছে?
বহুদিন আমি কান্না করেনি,বুক ফাটা হাসি হেসেছি
চিৎকার করে কাঁদতে চেয়েও,বার বার শুধু হেরেছি।
বহুদিন আমি আকাশ দেখিনি,হৃদয় যেন কাটা কাঁটাতার
নিজের আড়াল নিজেকে রেখেই,নিরবে করেছি চিৎকার!
বহুদিন আমি বলতে পারিনি,আমার মনের কথা
শুনবে কি আর বুঝবে বলো,অবুঝ মনের ব্যথা।