আজ একুশের রাত
ফুল কোথায় রক্ত জবা,লাল পদ্ম
হাজার ফুল থেকে বেছে আনলাম,এক কুড়ি টকটকে লাল গোলাপ
যেন রক্তের মতো,
আমি লাল রঙ ছাড়া অন্য কোন ফুল নিবো না কারন
ভাইয়ের রক্ত ঝরেছে,তাজা লাল রক্ত
সে জন্যই হয়তো বা এ রকম রঙ হয়েছে ফুল গুলো
সেই ভালোবাসা থেকে ভালো লাগা হয়
কিন্ত মায়ের ভালো লাগা জন্ম থেকেই,সন্তানের
ভাষা আমার যে টা পেয়েছি,তোমার মুখ থেকেই
কিন্তু নিতে দিবো না কখনো তোমার মুখের ভাষাকে খেড়ে
কথা গুলো কতো কাব্যে পড়েছি
আশায় আশায় মাকে অপেক্ষায় রাখে আসবে বরে,ভাষা নিয়ে ফিরবে বলে
তোমরা শহীদ
তোমাদের রক্তে এনে দিযেছো আমার মায়ে ভাষাকে
যা পেয়েছি আমি
আমার বুলি
তাতেই আমার বেড়ে ওঠা
কতো কাল চলে গেছে তবু তোমাদের ভুলিনি আমরা
রাত পুহানোর আগেই ফুলে অঞ্জলি দিতে যাবে শহীদ মিনারে খালি পায়ে
বয়স সবে মাত্র প্রাইমারিতে শিশু শ্রেণীতে
কিন্ত মায়ের মমতা বোনের আদর
বাবার চেতনা আমাকে ঐ সব শোকে কাতর করতো
রক্তকে চেতনায় ধাবিত করতো
কেন জানি
এ সব শহীদের বাবার মুখ থেকে ই বেশি শুনে আসছি
তখন গা শিহর দিযে কাটা দিতে
এখন বড় হয়েছি ফুল ছিনি রক্ত ছিনি
চেতনার মর্ম ছিনি ভাষার বুঝি
শহীরে রক্তের ভেজা ফুল খোজি
লাল রক্তি সূর্যের মতো
আমি এখন
শিশু কাল হারিয়ে
শৈশব হারিয়ে ভাষা কাব্যের চয়নে মেতেছি
আজ আমি শ্রদ্ধা অঞ্জলি দিতে যাবো
আজি আমি প্রভাত ফেরীতে যাবো
কেন জানো দেশকে ভালোবেসে
ভাষাকে ভালোবেসে
শহীদেরকে ভালোবেসে
মা মাটি মাতৃভূমিকে ভালোবেসে
তবে
শোক
কি?
শান্তি কি?
মিনারের মাঝে ফারাক খোজ ধর্ম নিয়ো না
ভাষা আমার ধর্ম দিয়ে বিবেধ করো না
রক্ত দেখো কোন ধর্ম বেদে নয়,তবে কেন
তবে কেন লঘু জাত তন্ত্র
মানুষ ভাবো সকলে
শান্তি অঞ্জলীতে পরম শান্তি
শহীদের আত্মার প্রতি জানাও ফুলের শ্রদ্ধা অঞ্জলী
সকল বেধ জ্ঞান দূরে।