তুমি এসেছিলে মোর জীবনে,
শীতের ভোরের এক বিন্দু শিশির কণা হয়ে।
এসে ভিজিয়ে ছিলে এ মন,
নিভিয়ে ছিলে এ মনের কষ্টের আগুন।


তোমার কোমল হাতের স্পর্শে শিহরিত আমি,
তোমার এলো কেশে মুগ্ধ হয়েছি কতই না জানি।
তোমায় নিঃশ্বাসে ভার হয়ে আসতো মোর দু নয়ন,
কি যেনো এক নেশা,
এক উন্মাদনায় কাটতো প্রতিটি ক্ষণ।


তোমার লোচন দ্বয়ের ছল ছল চাহনি
তোমার হাতে হাত রেখে পথ চলা,
খুনসুটি করে জড়িয়ে ধরা,
তোমার মিষ্টি করে আমাকে,
ডাকা ভুলতে আজো পারিনি।


তোমার খোলা চুলে দেখেছি আমি,
অমাবস্যার কাল রাত।
দিশেহারা হয়েছি আমি,
খুঁজেছি তোমার দুটি হাত।


বাতাসে ভেসেছে তোমার আঁচল,
নাকের নোলক যেন দূর আকাশের ধ্রুবতারা।
মুখের হাসিতে ফুটেছে অজস্র গোলাপ,
তোমার পানে চেয়ে থেকে হয়েছি পাগলপারা।


আমি ভালো নেই, আমি সুখে নেই,
তোমায় ভেবে ভেবে রাত কাটিয়ে দেই।
না পাওয়া সে আর্তনাদে ঘিরে রাখে সারাক্ষণ,
তোমায় ছাড়া মনে হয় বৃথা এ জীবন।