বাংলা আমার, আমি বাংলার
বাংলা ভাষার মায়ায় ভরা,
মাতৃভাষার মান সর্বদা উজ্জ্বল তারা।
মায়ের ভাষায় কথা বলি,
মনের ভাব প্রকাশ করি সজল ছলি।


আমার ভাষা, আমার অহঙ্কার,
শহিদের রক্তে অর্জিত এই অধিকার।
চেতনার উচ্ছ্বাসে ভাষা আমার জন্মেছে নতুন,
বাংলা ভাষা আমার ইতিহাসের সুরধুনী তুন।


ফেব্রুয়ারির একুশে আজি,
বাঙালির মান ভাষা রক্ষায় সম্মুখ যাজি।
ভাষার জন্যে যারা দিয়েছেন প্রাণ,
তাদের স্মরণে এই দিন আজ আন-বান।


মাতৃভাষার গান গায়ে,
বিশ্ব জুড়ে বাঙালির বিজয় ছায়ে।
বাংলা আমার, আমি বাংলার,
অমর একুশের এই গৌরব ধারার।


মা-এর ভাষায় প্রথম কথা,
হৃদয় জুড়ে সেই প্রেমের রথা।
ভাষা দিবসে করি প্রত্যয়,
বাংলা ভাষা বাঁচবে চিরকাল যায় হয়।


মাতৃভাষার চেতনাতে ভরে,
গর্বিত বাঙালির ধ্যান জাগে ভোরে।
ভাষার প্রেমে বাঁধা পড়ে আছি,
বাংলা ভাষায় আমাদের আত্মা বাঁচি।


শ্রদ্ধায়, গর্বে, অহঙ্কারে—
বাংলা আমার মাতৃভাষার উৎসবের প্রহরে।
এই দিবসে আসুক সবার মাঝে,
ভাষার প্রেমে মুখরিত হোক পৃথিবীর বাজে।