সমুদ্র আর পাহাড়, দুটি বিপরীত প্রাণী
তোমরা কি আমায় ভাগ করে নিবে?

সমুদ্রের প্রবাহ, অবিরাম
পাহাড়ের স্থিরতা, নির্ভর

একটি তারের মতো, সমুদ্র
অন্যটি নীরবতা, পাহাড়

সমুদ্রে তীরে সন্ধ্যা বেলা
পাহাড়ে শুধু শান্তির আঁধার

তবে সমুদ্রের আলো, সানিধ্য
পাহাড়ের ভাঁজ, মানুষের প্রাণ

সমুদ্র আর পাহাড়, এক অপেক্ষা
তাদের মিল সৃষ্টির সৌন্দর্য

আমাদের পৃথিবী, তার আঁধার
এই সমুদ্র আর পাহাড়, তোমরা কি আমায় ভাগ করে নিবে?

ভালোবাসা দিয়ে, প্রকৃতির পরিবেশ
সমুদ্র আর পাহাড়, তোমরা একই দেশ।