ছদ্মবেশী মানুষগুলো, নানা বেশে আশে পাশে
অভিনয়ে, কৌশলে, আঘাত করে পালায় শেষে।


ছলচাতুরি, জোচ্চুরি; উচ্চ্তর ডিগ্রিধারী
ঠোটেতে তৈল ঝরে; নিম্নস্তরের গীবতকারী ।


ঘুরিফিরি চশমাচোখে। দৃষ্টি আমার চারটা
দুটোয় আমি বাহির দেখি, দুটোয় ভেতরটা।
আফসোস মোর হায়রে ছেঁচড়, দেখে তোকে ন্যাংটা।
মুখে বলিনা, বললে যাবে- যৎসামান্য মানটা।