কেন অবেলায়--
তুমি এসে জাগিয়ে দাও মোরে ?
এ-তো স্বপ্ন নয়,
বাস্তবে ঘুমিয়ে ছিলাম নিজ তরে !!
ঘাসের বুকে আলতো আদরের ছোঁয়া--
শিশির বিন্দু জমে নিঃস্তব্ধে।
গোধূলির আভা নীরবে ছুঁয়ে যায়--
কখনো এই নিথর দেহটাকে নিঃশব্দে।


অনায়াসে কাঁপন ধরে--
দোলে সুরের মূর্ছনায় নিঝুম রাতটা।
যেখানে অহোরাত্র নির্ঘুম--
শুধু অপেক্ষায় জেগে থাকা আমার।
তুমি আসবে ভেবে--
যেতাম আমি নির্জন শালবনে,
জোনাকির আলোর একটু পরশ মাখিয়ে।


আজও তোমারই মিলন সুধার আমন্ত্রণে--
কিঞ্চিত আশা ছিলো।
তোমার দেহমনে আপত্তির গোপন শিহরণ,
যেখানে নীরবে প্রবেশ করতাম আমি--
নিতান্তই পাশে নয়, কাছে।
একদম জড়িয়ে নিয়ে করতে বরণ।


ঠোঁটের অযাচিত চুম্বন এঁকে যায় বারবার।
নিশ্বাস নিতে কষ্ট অনুভব করি--
তবুও আকৃষ্ট হয়ে খুলে দাঁড়াই দুয়ার।
যৌবনে চাহিদা মেটাতে কি এমন ভাবনা আঁকা।
এই প্রথমবার দেখছি,
মনে হয় ভালোবাসা আর বাস্তব একত্রে মাখা ॥


যৌবনে চাহিদা নয় এতো অনুভূতির অগ্নি শিখা-
যৌবন তো এক সময় ফুরিয়ে যাবে প্রিয় !!
তোমার প্রতি আমার অনুভূতির অগ্নি শিখা-
সে তো রয়ে যাবে চিরকাল মনের গহীনে লুক্কায়িত ।