অনেক দিন পরে এলো নতুন দিনের স্বাদ-
তার নাম নাকি পহেলা বৈশাখ!


সবুজ সবুজ ধানের পাতায় --
বাতাস খাইছে স্বপ্ন দেখার দুলি
আপন ইচ্ছাই ঘুরে বেড়াও --
নতুন বছরের আমরা সবাই নতুন পাতা খুলি।


সবুজ পাতার ডালে ডালে কৃষ্ণচুড়ার ফুল!
ফুলের মেলায় হাট লেগেছে--
গাতছে সবাই ফুলের মালার দুল।


পান্তা ইলিশ মজার খাবার বৈশাখ আসে যদি--
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই আনন্দে রুখি!


বৈশাখ এলেই পান্তার আবাস বলতে থাকে আসি--
ইলিশ বলে আমি কি আর হইছি পরবাসি!


এলোরে এলোরে পহেলা বৈশাখ--
অনেক দিনের ইচ্ছা আমার খাইবো পান্তা ইলিশ ভাত!