তুমি আমার মনের আকাশের মেঘ--
যে মেঘ জমেছে তা কখন যে বৃষ্টি হয়ে জরে পরবে!
আমি নিজেও জানি না--
তাই বৃষ্টির আওয়াজ যেনো তুমি শুনতে না পাও!
তাই চলে এলাম তোমার কাছ থেকে--


তুমি যেনে রেখো, যতই কষ্ট পাই না কেনো,--
আমি তোমায় চিরকাল ভালো বেসে যাবো।
জানিনা এ ভালোবাসার পরিনতি কি হবে--
তবুও তোমায় ভালবেসে যাবো--
আমি সত্যি তোমায় অনেক ভালবাসি।
আর বলতে পারবো না।


এভাবেই  রাতের গভীরতা নেমে আসে দুই  চোখে জুরে!
চোখে মুখে  কষ্টের  হাতছানি--
চোখ তুলে তাকাতেই খুব কষ্ট হয়। মনের ভিতর হাজার খানেক চাওয়া আর পাওয়ার হিসাব কেনো যে আমাকে কাঁদায়" অচেনা মানুষের প্রেমে পড়া খুব কষ্টের কথা।


শরীরের অবস্থা মোটেও ভালো যাচ্ছে না।
মনের ভিতর নতুন কিছু কষ্ট যোগ হয়ে গেছে!
মিলে যাচ্ছে হয়তো আবেগে চোখে জল গরিয়ে পরছে বুকের উপর।
অনেক দিনের রাগ ছিলো মনের ভিতর একটা। কাকতালীয় ঘটনা কে কেন্দ্র করে।
হারিয়ে যাওয়া গল্প---
যা বাস্তবতা কি নির্মম হতে পারে।